হামাসের সেই কারিগরি সমস্যা কী ছিল, কেনইবা জিম্মিদের তালিকা দিতে দেরি হয়েছিল, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল–জাজিরা।
ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মধ্যে হামাস ও মাঠপর্যায়ে তাঁদের সদস্যদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া কোনো প্রচলিত উপায়ে হয় না। কেউ হয়তো ফোন ধরেন না কিংবা ধরার উপায় থাকে না। তখন তাঁকে খুঁজতে সম্ভাব্য অবস্থানগুলোতে লোক পাঠাতে হয়। অর্থাৎ কাকে কোথায় খুঁজে পাওয়া যাবে, সেটা আগে থেকে বুঝতে পারা দুষ্কর।
এটা আরও জটিল হয়ে পড়ে যখন গাজার আকাশজুড়ে শত্রুপক্ষের ড্রোন আর যুদ্ধবিমান উড়তে থাকে। তখন যোগাযোগ আরও কঠিন হয়ে পড়ে। এ সময় চলাচল বিঘ্নিত হয় এবং খুবই সীমিত হয়ে পড়ে।