জিম্বাবুয়ের উত্তরের বিপজ্জনক মাতুসাদোনা গেম পার্কে পাঁচ দিন বেঁচে থাকার পর আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পার্কটিতে সিংহের আবাস ছিল। স্থানীয় সংসদ সদস্য মুতসা মুরোমবেদজি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টিনোটেন্ডা পুদু নামের শিশুটি বাড়ি থেকে ২৩ কিলোমিটার দূরে এই পার্কে পথ হারিয়ে যায়। প্রায় ১ হাজার ৪৭০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা এই পার্কে হাতি, জেব্রা, হরিণ, জলহস্তী ও সিংহের বাস।
মুরোমবেদজি জানান, শিশুটি পাঁচ দিন পাথরের ওপর ঘুমিয়ে, গর্জনরত সিংহের মাঝে এবং হাতিদের চলাচলের মধ্যে বুনো ফল খেয়ে বেঁচে ছিল।
মাতুসাদোনা গেম পার্কে প্রায় ৪০টি সিংহ রয়েছে, যা একসময় আফ্রিকার অন্যতম বেশি সিংহ ঘনত্বের জায়গা হিসেবে পরিচিত ছিল।
মুরোমবেদজি আরও জানান, টিনোটেন্ডা তার বুনো প্রকৃতি ও টিকে থাকার জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে রক্ষা করেছে। শুকনো নদীর বুকে লাঠি দিয়ে কূপ খুঁড়ে পানি সংগ্রহ করা, যা এই খরাপ্রবণ অঞ্চলের একটি সাধারণ দক্ষতা, তার বেঁচে থাকার অন্যতম কারণ ছিল।
স্থানীয় ন্যামিন্যামি সম্প্রদায়ের মানুষ তাকে খুঁজে বের করার জন্য প্রতিদিন ড্রাম বাজিয়ে ও সন্ধান দল পরিচালনা করেছিল। তবে শেষ পর্যন্ত পার্কের রেঞ্জাররা তাকে উদ্ধার করতে সক্ষম হন।
পঞ্চম দিনে, শিশুটি রেঞ্জারের গাড়ির শব্দ শুনে দৌড়ে আসে। প্রথমবারের প্রচেষ্টায় রেঞ্জাররা তাকে খুঁজে পায়নি। কিন্তু পরে তারা ছোট ছোট মানুষের পায়ের ছাপ দেখে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পায়।
মুরোমবেদজি বলেন, পাঁচ দিনের বুনো পরিবেশে টিকে থাকার পর এটি ছিল তার উদ্ধার হওয়ার শেষ সুযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেটির সাহসিকতার প্রশংসা করছেন অনেকেই। কেউ লিখেছেন, এটি মানুষের কল্পনার বাইরের বিষয়। আরেকজন মন্তব্য করেছেন, সে স্কুলে ফিরে এক দুর্দান্ত গল্প শোনাবে।