Homeদেশের গণমাধ্যমেজাহিদুর রহিম অঞ্জন: সিনেমা যাঁর জীবন

জাহিদুর রহিম অঞ্জন: সিনেমা যাঁর জীবন


জাহিদুর রহিম অঞ্জনের ছাত্রমাত্রই স্বীকার করবেন, তাঁর চলচ্চিত্রের ইতিহাস পড়ানোর কায়দা কতটা উপভোগ্য ছিল। বহু বছরের পুরোনো শতচ্ছিন্ন একটা নোটবুক নিয়ে ক্লাসে আসতেন। খুব যত্ন করে একটা একটা করে পৃষ্ঠা ওলটাতে থাকতেন আর সবাইকে নিয়ে যেতেন চলচ্চিত্রের ইতিহাসের আঁতুড়ঘরে; সেখান থেকে নিওরিয়েলিজম, নিওজার্মান, সুররিয়ালিস্ট, সোভিয়েত, জাপানি, আফ্রিকান, ফরাসি, ইরানি বা ভারতীয় নবতরঙ্গের ইতিহাসের কতশত অলিগলির ভেতরে। বেরিয়ে আসত কত চমকপ্রদ গল্প, ঘাত–প্রতিঘাতে চাপা পড়া কত চলচ্চিত্রের কাহিনি!



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত