জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথী বেগমকে (২৩) হত্যার দায়ে আহসান হাবিব নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।
আহসান হাবিব (২৯) ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।