জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:১১, ২১ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে শিফট পদ্ধতি বাতিল এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের মুখপাত্র নাজিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান ও সদস্য সচিব আবু বকর আলী বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আর্থিকভাবে চাপে ফেলা এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণের এ প্রয়াস অত্যন্ত দুঃখজনক। শিক্ষা কখনোই ব্যবসার উপকরণ হতে পারে না।
গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যমুক্ত ও ন্যায্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করার যে স্বপ্ন, তা পূরণের পথে এই ধরনের ফি নির্ধারণ ও শিফট বৈষম্য বাধা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করা, তাদের আর্থিকভাবে জিম্মি করা নয়।
যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন এবং শিফট পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ দাবিগুলো উপেক্ষা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরোধিতা এবং একটি বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা।
গত ১৯ ডিসেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের জন্য ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ৯০০ টাকা, ‘ই’ ইউনিটে ৭৫০ টাকা এবং অন্যান্য ইউনিটে ৫০০ থেকে ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/আহসান/মেহেদী