Homeদেশের গণমাধ্যমেজাবিতে খাসির বদলে গরুর কলিজা দেওয়ার অভিযোগ, দোকান ভাঙচুর

জাবিতে খাসির বদলে গরুর কলিজা দেওয়ার অভিযোগ, দোকান ভাঙচুর



জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৫  


খাসির কলিজার জায়গায় গরুর কলিজা পরিবেশন করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় খাবারের দোকানে ভাঙচুর চালিয়েছে হিন্দু শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে দোকান বরাদ্দ বাতিল করে তালাবদ্ধ করে দেয় হল কর্তৃপক্ষ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার রাধুনী হোটেল ও রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর আড়াইটায় বান্ধবীকে নিয়ে রাঁধুনী হোটেলে আসেন বোটানি ৫১ ব্যাচের শিক্ষার্থী বিশ্বজিৎ বড়াল। তিনি দোকানের কর্মচারী ফারুককে খাসির কলিজা দেওয়ার কথা বলেন। কর্মচারী তাকে কলিজা পরিবেশন করলে পরে বুঝতে পারেন সেটা গরুর কলিজা ছিল। তাৎক্ষণিকভাবে তিনি দোকান মালিক মো. রিপনকে জিজ্ঞেস করলে এ বিষয়ের সত্যতা পান। পরে বিশ্বজিতের ডাকে হিন্দু শিক্ষার্থীরা এসে দোকানের খাবারের গামলা নিচে ফেলে দেন ও প্লেট ভাঙচুর করে৷

পরে বিকেল ৪টায় প্রক্টর একেএম রাশিদুল আলমসহ প্রক্টোরিয়াল টিমের সদস্যরা সেখানে উপস্থিত হন। প্রক্টরের সামনেই রনি চন্দ্র নামে ৪৯ ব্যাচের এক শিক্ষার্থী দোকান মালিক রিপনকে মারধর করে৷

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্বজিৎ বড়াল (বোটানি ৫১ ব্যাচ) বলেন, “আমাকে খাসির কলিজা বলে গরুর কলিজা খাওয়ানো হয়েছে৷ এটা আমার ধর্মে বারণ বা পাপ। এ কাজ করে দোকানদার গুরুতর অন্যায় করেছে। তাকে শাস্তির আওতায় আনতে হবে।”

বোটানি ৪৬ ব্যাচের শিক্ষার্থী শুভ সরকার বলেন, “এর আগেও রফিক জব্বারের পাশে সাদেকের দোকানে এমন হয়েছে। তারপরও তাদের শিক্ষা হয় না। ২০ মিনিটের মধ্যে প্রক্টর এখানে না আসলে আমরা দোকান ভেঙে গুড়িয়ে দেব। দোকান মালিক ও স্টাফকে পুলিশে দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ ব্যাপারে দোকান মালিক রিপন বলেন, “আমার স্টাফের আসলে জিজ্ঞেস করা উচিত ছিল, ভাই কি খেতে চায়। এটা নিশ্চিতভাবে একটা বড় ভুল। আমি ভাই আর আপুর হাতে পায়ে ধরে মাফ চেয়েছি। বলেছি, আর কখনো এমন হবে না। কিন্তু তারা তবুও আমার কথা শুনছে না। দোকান বন্ধ করে দিলে আমি চলতে পারব না।”

ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “দোকানটা কামালউদ্দিন হলের অধীনে। আমি একইসঙ্গে কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ হিসেবে রিপন মিয়ার দোকানের বরাদ্দ বাতিল করলাম। তার দোকান এখন থেকেই তালাবদ্ধ থাকবে। পরবর্তীতে সে এসে মালামাল নিয়ে যাবে।”

ঢাকা/আহসান/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত