Homeদেশের গণমাধ্যমেজানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে এসএ গেমস

জানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে এসএ গেমস


২০১৯ সালে নেপালের এসএ গেমসের পরের আসর হওয়ার কথা ছিল পাকিস্তানে। নানা কারণে পাকিস্তান গেমসটা আয়োজন করতে পারছিল না। অবশেষে দীর্ঘ ৬ বছর পর আরেকটি গেমস হতে যাচ্ছে এবং সেটা পাকিস্তানেই।

মঙ্গলবার পকিস্তানের লাহোরে সদস্যদেশগুলোর এক সভায় ঠিক হয়েছে, আগামী বছর জানুয়ারির ২৩ থেকে ৩১ তারিখ গেমসটা হবে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে। এ প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসটা হবে তিন শহরে। এর আগে সর্বোচ্চ দুই শহরে হয়েছে।

খেলা হবে ২৬টি ডিসিপ্লিনে। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক, সাঁতার, শ্যুটিং, কাবাডিসহ মূল ধারার খেলাগুলো আছে। ডিসিপ্লিন চূড়ান্ত হওয়ার মানদণ্ড-অন্তত চারটি দেশ অংশ নিতে হবে।’

ভারতের কোনো প্রতিনিধি লাহোরে সভায় উপস্থিত ছিলেন না। তবে অনলাইনে ভারতের প্রতিনিধি যুক্ত ছিলেন পাকিস্তান থেকে জানিয়েছেন বিওএ কর্মকর্তারা।

বুধবার সদস্যদেশগুলোর প্রতিনিধিদের ইসলামাবাদ নেওয়া হবে ভেন্যু দেখানোর জন্য। গেমস উদ্বোধন হওয়ার কথা লাহোরে।

আরআই/আইএইচএস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত