প্রকাশিত: ২২:০২, ১৬ ডিসেম্বর ২০২৪
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে উঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে অন্যান্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকা/হাসান/সাইফ