গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। এর পর থেকে তাঁর ঘরের মাঠের অভিষেক নিয়ে আলোচনা। বাফুফের চাওয়া, জাতীয় স্টেডিয়ামেই হবে হামজার সেই অভিষেক।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন। সেই ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হলে হামজার ঘরের মাঠে অভিষেকটাও দারুণভাবে উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু স্টেডিয়ামটির সংস্কারকাজ চলমান থাকায় অনিশ্চয়তা দেখা দেয়; যদিও সিঙ্গাপুর ম্যাচটা জাতীয় স্টেডিয়ামে আয়োজনে কোনো সমস্যা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।