রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার জাতীয় ষষ্ঠ ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, শিল্পকলা যেন বৈচিত্র্যময় জায়গা হয়ে ওঠে, যেখানে দেশ-বিদেশের চিন্তক, শিল্পীর আনাগোনা থাকবে।
শারমিন এস মুরশিদ বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে শুরু হোক নতুন অধ্যায়। হারিয়ে যাওয়া যত সৃজনশীলতা, তা ফিরে আসুক। ৫ আগস্ট হোক শিল্পজগতের জন্য এবং তরুণদের জন্য নতুন সৃষ্টি।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, বিভিন্ন পর্যায় থেকে ভাস্কর্যের বিরোধিতার কারণে গ্রামবাংলার শত শত মৃৎশিল্পীর জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। তাঁদের নিরাপত্তা ও জীবিকার বিষয় দেখতে হবে।