আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিনিধি কমিটির চারজন সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ওই চারজনকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
এর মধ্যে জাতীয় নাগরিক কমিটির খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য মো. শরিফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ–সংশ্লিষ্টতার জন্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রতিনিধি কমিটির সদস্য নজরুল ইসলামকে। এ ছাড়া ফ্যাসিবাদকে সহায়তা এবং মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে।