Homeদেশের গণমাধ্যমেজাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার


ড. ইউনূস বলেন, জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র-শ্রমিক-জনতা মিলে যে অসাধ্যসাধন করেছে, তার অন্যতম শক্তিশালী ভূমিকায় ছিল এ দেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, শ্রমজীবী—সব পেশার, সব বয়সের নারীরা এই আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে।

ড. ইউনূস বলেন, যে তরুণীরা জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকল, তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আর কোনো দিন সরে যাবে না। তারা শুধু নতুন বাংলাদেশ নয়; নতুন এক পৃথিবী গড়ে তোলার মহাকর্মযজ্ঞে বাংলাদেশের সব বয়সের নারীদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দেবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এ বছর বেগম রোকেয়া দিবসে দেশজুড়ে আন্দোলনে নারীদের আত্মত্যাগ ও ভূমিকার বিষয়ে বড় আকারে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নারী অধিকার রক্ষায় নারীবিষয়ক সংস্কার কমিশন করেছে। শিগগিরই তারা তাদের রিপোর্ট দেবে। জুলাই কন্যারা ঘোষণা দিয়েছে, প্রতিবছরের ডিসেম্বরে নির্ধারিত সময়ে সারা দেশে সব পরিবারের নারী, শিশু–কিশোরী তরুণী–বৃদ্ধা, একসঙ্গে নিজ নিজ নির্ধারিত স্থানে সেটা উঠান হোক, বাড়ির সামনে রাস্তায় হোক, সমাবেশ করে দেশের অর্ধেকাংশ মানুষের অস্তিত্বের কথা সারা জাতিকে স্মরণ করিয়ে দেবে। তাদের আশা–আকাঙ্ক্ষার কথা জানিয়ে দেবে।

বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখসমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন (১৬ ডিসেম্বর)। এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদকে, অগণিত শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে; যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।’

ড. ইউনূস বলেন, ‘বিজয়ের মাস হোক নারী, পুরুষ, ধর্ম, বর্ণ রাজনৈতিক পরিচয়নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস।’

বিজয়ের মাসে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, ‘শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগরে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত