হাম্পব্যাক তিমির আবাসস্থল পরিবর্তনের বিষয়ে তানজানিয়ার বিজ্ঞানী একাটেরিনা কালাশনিকভ বলেন, চিত্তাকর্ষক ঘটনা এটি। এমন অস্বাভাবিক পরিবর্তন পরিযায়ী প্রজাতির প্রাণীর মধ্যেও দেখা যায় না। এটি সম্ভবত সবচেয়ে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করা হাম্পব্যাক তিমি। হাম্পব্যাক তিমি প্রায় সব মহাসাগরেই দেখা যায়। তারা প্রতিবছর দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে। যেকোনো স্তন্যপায়ী প্রাণীর দীর্ঘতম ভ্রমণ ও স্থানান্তরের জন্য এমন তিমি আলোচিত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রজননস্থল থেকে শীতল সমুদ্রে খাবারের খোঁজে এসব তিমি বেশি ভ্রমণ করে থাকে।
সূত্র: বিবিসি