শুধু জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক যদি বিচারক হয়, তাহলে উচ্চ আদালতের কাছে কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘এখন উচ্চ আদালতই যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল (অনুগত), সবচেয়ে দলবাজ, তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? প্রথমে আমাকে ফিক্স (ঠিক করা) করতে হবে উচ্চ আদালত।’
সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ প্রসঙ্গ’ শীর্ষক এক আলোচনা সভায় উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রসঙ্গে এ কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত ঠিক করতে হলে প্রথমে নিয়োগ ঠিক করতে হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয় আইন প্রণয়নের চেষ্টা করছে বলেও জানান তিনি।