Homeদেশের গণমাধ্যমে‘জয় বাংলা’ আ.লীগের পৈত্রিক সম্পত্তি না : আলাল

‘জয় বাংলা’ আ.লীগের পৈত্রিক সম্পত্তি না : আলাল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের দেশের মানুষ বেশি ভাগই ‘জিন্দাবাদ’ অথবা ‘জয় বাংলা’ এর মধ্যে সীমাবদ্ধ। জয় বাংলা আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না, এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আজ সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড়। বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসনামলে। বীর উত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করেনি।

তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র খুললেই দেখবেন প্রথম পাতার প্রথম লাইনেই আছে বাংলাদেশে দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বায়ান্নর ভাষা আন্দোলন, চল্লিশের লাহোর প্রস্তাব ও একাত্তরের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ আছে।

তিনি আরও বলেন, সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে। ভুল করে কেউ ‘জয় বাংলা’ কে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণতি করবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, ট্রেজারার মো. আবুল বাশার, এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব ) এর আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত