Homeদেশের গণমাধ্যমেজয়সোয়ালের আউটে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে স্নিকো কর্তৃপক্ষ যা বলল

জয়সোয়ালের আউটে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে স্নিকো কর্তৃপক্ষ যা বলল


সেখানে তিনি বলেছেন, স্নিকো হালকা স্পর্শ বা আলত আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সোয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’

মেলবোর্ন টেস্টে শেষ দিনের তৃতীয় সেশনে জয়সোয়ালের বিরুদ্ধে ক্যাচের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন আবেদনে সাড়া না দেওয়ার পর প্যাট কামিন্স রিভিউ চান। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ভিডিও রিপ্লে দেখে জয়সোয়ালকে আউটের রায় দেন খোলা চোখে বলের দিকপরিবর্তন দেখে।

৮৪ রান করা জয়সোয়ালের আউটের পর ভারতের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেকেনি। ১৮৪ রানে ম্যাচ হেরে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। পাঁচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে শুক্রবার সিডনিতে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত