বিজিবির কমান্ডার শাহ জাহান বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে মাত্র ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ও খুঁটি পুঁতেছিল বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া ও বাঁশের খুঁটি সরানোর আশ্বাস দেয়।
ঘোনাপাড়া সীমান্তের ১০-১২ জন বাসিন্দার ভাষ্য, আজ তাঁরা ২৮১ নম্বর মূল পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব–পিলারের কাছাকাছি গিয়েছিলেন। সেখানে কাঁটাতারের বেড়া ও বাঁশের খুঁটি পোঁতা আছে। তবে দিনের বেলায় বিএসএফ সদস্যদের নতুন করে কাজ করতে দেখা যায়নি।