শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা আমাদের বাদ রেখে দলের সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলনের আয়োজন করেছেন। তাঁদের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন করে পছন্দের ব্যক্তিদের কমিটিতে আনতে চাইছেন। আমরা সবার অংশগ্রহণের ভিত্তিতে সম্মেলন চাই। এ জন্য সম্মেলন প্রতিহত করা হবে।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘দলের একটি পক্ষ নেতা-কর্মীরা সম্মেলন বানচালের চেষ্টা করছেন। যদি নিয়মবর্হিভূতভাবে সম্মেলনের আয়োজন করা হতো, তাহলে স্বেচ্ছাচারিতা হতো। সব নিয়ম মেনেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সবাই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। যাঁরা আমাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করছেন, তাঁরাই স্বেচ্ছাচারী।’