মালেকের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়েছিলেন। তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। আমরা পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আমার বাবার সন্ধান পাইনি। আমরা রাতেই থানায় ঘটনাটি জানিয়েছি। আজ শুক্রবার সকালে আলুখেতে আমার বাবার লাশ পেয়েছি। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। কে বা কারা আমার বাবাকে হত্যার পর লাশ আলুখেতে রেখে গেছে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশের কপালে ক্ষতচিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।