বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে শহরের আলহেরা একাডেমি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার গোলাম মাহফুজ চৌধুরীকে আদালতে আনা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। জেলা আওয়ামী লীগের পদ পাওয়ার আগে গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার মেয়র ছিলেন।