৫ আগস্টের গণ–অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি, তেমনি উপদেষ্টা পরিষদ যে ক্ষমতায় বসেছে তা–ও কোনো সংবিধানের আলোকে হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আজ শনিবার শরীয়তপুরে দলটির জেলা পর্যায়ের রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ‘আমি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের প্রতি আবেদন জানাব, অনেক চক্রান্তকারী সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সংকটকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, গণ-অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। আপনারা যে উপদেষ্টা পরিষদ ক্ষমতায় বসেছেন, এটাও কোনো সংবিধানের আলোকে হয়নি। জনগণের আকাঙ্ক্ষায় বিপ্লব হয়েছে। জনগণের আকাঙ্ক্ষায় মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তাই ছাত্র–জনতার গণ–আকাঙ্ক্ষা উপলব্ধি করে রাষ্ট্রের সাংবিধানিক সংকট আপনাদেরই মোকাবিলা করতে হবে। এ দায়িত্ব সরকারের। আমরা বলেছি, এই সংকট নিরসনে জাতিকে বিভক্ত করা যাবে না। সব দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’