টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসনগঞ্জ চকচকিয়া বাজারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এ সময়সীমা বেঁধে দেন।
গত বুধবার রাতে হাসনগঞ্জ চকচকিয়া বাজারের ব্যবসায়ী সালামকে গলা কেটে হত্যা করে তাঁর লেবুবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন।
কর্মসূচিতে আযম খান বলেন, ‘সালামের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে ওই খুনিদের রিমান্ডের এনে তাদের কাছ থেকে বের করতে হবে, এ নির্মমতার কারণ কী? আমি ওসি এবং এসপির সঙ্গে কথা বলব, যেন ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করেন।’