৯ ডিসেম্বর ৫০ পূর্ণ করেছেন রাহাত। এখনো দিনের বড় অংশ নিজেকে সংগীতচর্চায়, অনুশীলনে ব্যস্ত রাখেন। কোনো দিন পাঁচ ঘণ্টা, কোনো দিন আরও বেশি সময়। তবে কতক্ষণ ধরে অনুশীলন করেন, এসব নিয়ে তেমন মাথা ঘামান না। ‘মোহাম্মদ আলী বলেছিলেন, তিনি পাঞ্চের হিসাব রাখেন না। আমিও কতক্ষণ অনুশীলন করি, মাথায় থাকে না,’ বলেন রাহাত। জানান, দর্শক-শ্রোতাদের সামনে থাকলে ক্লান্তি তাঁকে স্পর্শ করতে পারে না। নিশ্চিতভাবেই রাহাত ফতেহ আলীর ক্লান্তি ভোলাতে আজ ভিড় করবেন দর্শকেরা।