ছুটির দিন শুক্রবার (১০ জানুয়ারি) ক্রেতা ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। তবে মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা অভিযোগ করেছেন, মেলায় চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে।
শুক্রবার ছুটির দিনে মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতা ও দর্শনার্থীতে ভরে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। প্যাভিলিয়ন ঘুরে কেউ শীতের পণ্য, ক্রোকারিজ, আবার কেউ ইলেকট্রনিকস পণ্য কিনছেন। আবার অনেকেই ঘুরে ঘুরে দেখছেন। তবে মেলায় ক্রেতা ও দর্শনার্থী বেশি থাকায় চড়া দামে নিম্নমানের খাবার কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
সোনারগাঁও থেকে আসা মাজহারুল ইসলাম বলেন, পূর্বাচলে মেলা বসার পর থেকেই এখানে আসা হয়। মেলার বাইরে চারপাশে রয়েছে বিরিয়ানি, চাইনিজ খাবারসহ নানা ধরনের খাবারের রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁয় চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে সবসময়। কিছু বললে শুনতে হয় মেলার লোকজনই নাকি খাবারের মূল্য নির্ধারণ করে দিয়েছে। ভালো কথা দাম নিক, খাবারের মানটাতো ঠিক রাখবে।
নরসিংদী জেলার মাধবদী থেকে পরিবার নিয়ে এসেছেন ইমন সিদ্দিকী। তিনি বলেন, মেলায় এসে পছন্দের কিছু পণ্য কিনেছি। দুপুর হয়ে যাওয়ায় বাইরে গেলে আবার আসতে হলে নতুন করে টিকিট কাটতে হয়, তাই এখানেই খাবার খেতে হয়েছে। বাইরের থেকে দিগুণ দাম ও একেবারে নিম্নমানের খাবার কিনে খেতে হয়েছে। কর্তৃপক্ষের উচিত খাবারের দোকানগুলোতে তদারকি করা।
গোলাকান্দাইল এলাকার রেজাউল করিম বলেন, এবারের মেলায় এসে খুবই ভালো লেগেছে, জরুরি কিছু ক্রোকারিজ পণ্য কিনেছি। শেষের দিকে আবার আসবো। তবে মেলায় খাবারের দাম দেখে খুব হতাশ হয়েছি। সঙ্গে খাবারের মান একেবারে খারাপ।
ফুড বাংলো রেস্তোরাঁর কর্মকর্তা জহির আহমেদ বলেন, মেলায় খাবারের দাম নিয়ে যে অভিযোগ, এটা সঠিক না। ব্যবসায়ীরা মূল্য নির্ধারণ করে দিয়েছেন, সেই মূল্যই বিক্রি করছে সবাই। খাবারের মান যাচাই-বাছাইয়ের জন্য প্রতিদিন খাদ্য অধিদফতরের একটি টিম মেলায় প্রতিটি রেস্তোরাঁ পরিদর্শন করেন। মান খারাপ হলে তারা অবশ্যই জরিমানা ও বন্ধ করে দিতেন।
এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ছুটির দিন শুক্রবার লোকে লোকারণ্য হয়েছে মেলা।
খাবারের দামের বিষয়ে তিনি বলেন, খাবারের দাম ও মান যাচাই-বাছাই করার জন্য মেলায় খাদ্য অধিদফতরের একটা টিম কাজ করছে। কোনও সমস্যা মনে হলে তারা জরিমানা বা অন্য ধরনের ব্যবস্থা নিতে পারবেন। এই টিমটি শুধু মেলার খাবারের দোকানগুলোর তদারকি করার জন্য রয়েছে, কোনও সমস্যা হওয়ার কথা নয়। তারপরও আপনারা যেহেতু বলেছেন, তাদের সঙ্গে কথা বলবো। প্রতিদিন যেন এ বিষয়গুলো তদারকি করা হয়।