Homeদেশের গণমাধ্যমেছুটির দিনে জমজমাট নিউমার্কেট, খুশি বিক্রেতারা

ছুটির দিনে জমজমাট নিউমার্কেট, খুশি বিক্রেতারা


রোজার মাঝামাঝি সময় থেকেই ভিড় বেড়েছে শপিংমলগুলোতে। তবে ছুটির দিনে ভিড়ের মাত্র বেড়ে যায় বহুগুণে। আজ রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা। ঈদে প্রিয়জনের জন্য উপহার কিনতে শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টিশার্টসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মার্কেটগুলোতে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতার সংখ্যাই বেশি। বেচাবিক্রিও হচ্ছে অনেক। এতে খুশি বিক্রেতারা।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয় জিনিসপত্রসহ উপহার কেনার জন্য সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানেই। শুধু পোশাকের দোকানেই নয়, ভিড় রয়েছে নানা ধরনের গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, সুগন্ধি, পারফিউম এবং ডিজিটাল গ্যাজেটের দোকানগুলোতেও।

আরও পড়ুন:

দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশু, নারী এবং পুরুষদের জন্য নানান ডিজাইন ও মানের জামাকাপড়। শপিং মল ও মার্কেটে শাড়ি, কুর্তা, পাঞ্জাবি-পায়জামা, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, ওয়ান পিস পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন দোকানে নারী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাদের অধিকাংশই নতুন পোশাক, গহনা, মেকআপ আইটেম এবং অন্যান্য উপহার সামগ্রী কিনছেন।

শুধু মার্কেটের ভেতরে নয়, ফুটপাতের ভাসমান দোকানগুলোতেও ঈদের বিভিন্ন পোশাকের ব্যাপক সমারোহ দেখা গেছে। বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে ভরপুর মার্কেটের বাইরের দোকানগুলো। পুরো এলাকা এবং মার্কেটে প্রচুর মানুষের ভিড়ের কারণে হাঁটতে হচ্ছে বেশ ধীরগতিতে।

আদিবা নামের এক ক্রেতা বলেন, কয়েকদিনের মধ্যে গ্রামে চলে যাবো। তাই সবার জন্য উপহার কিনতে এসেছি। শেষের দিকে কেনাকাটা করছি ভেবেছিলাম ভিড় একটু কমবে। তবে এসে দেখি ভিড় অনেক বেড়েছ। আর বেশি ভিড় দেখে দোকানিরা দাম বেশি চাইছেন। সবকিছুই দামাদামি করে কিনতে হচ্ছে।

তাহমিনা নামের আরেক ক্রেতা বলেন, চাকরির জন্য পুরো সপ্তাহে সময় পাই না। আজ ছুটির দিন বলে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। পাশাপাশি নিজের জন্যও প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো। দোকানগুলোতে বাহারি সব পণ্য আছে। কিন্তু ভিড় বেশি হওয়ার কারণে পছন্দের জিনিস বাছাই করতে কষ্ট হচ্ছে।

দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলেও বেচাকেনা ভালো থাকায় বেশ খুশি বিক্রেতারা। তারা বলছেন, ঈদ উপলক্ষে রোজার শুরু থেকেই বেচাকেনা বেড়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার ক্রেতাদেরও ভিড় বেশি। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকছে। তবে দিনের বেলায় বেশি বিক্রি হচ্ছে।

ছুটির দিনে জমজমাট নিউমার্কেট, খুশি বিক্রেতারা

আব্দুর রউফ নামের এক বিক্রেতা বলেন, ছুটির দিনগুলোতে অন্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। গত কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা বেশ ভালো।

শুধু মার্কেটের ভেতরেই নয়, জমজমাট বেচাকেনা চলছে ফুটপাতেও। আনোয়ার নামের এক ভাসমান বিক্রেতা বলেন, মার্কেটের তুলনায় আমাদের এখানের জিনিসপত্রের দাম কিছুটা কম। তাই মানুষ মার্কেটে ঘুরে আবার আমাদের কাছ থেকে পণ্য কিনছে। রোজার শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। আর গত শুক্রবারের তুলনায় আজকে ভিড় আরও বেশি।

এদিকে ক্রেতারা যেন এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র। সেখান থেকে মাইকে বিভিন্ন বিষয়ে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত