Homeদেশের গণমাধ্যমেছাদ ও বারান্দায় কেমন আসবাব রাখবেন?

ছাদ ও বারান্দায় কেমন আসবাব রাখবেন?


ছাদে থাকতে পারে সনাতনী দোলনা, যা একটি ফ্রেমের মাধ্যমে সেট করা যায়।

অনেক বাসার ছাদে বারবিকিউ করার ব্যবস্থাও আছে। সেখানে বোর্ড বা মার্বেল পাথরে একটা কাউন্টার বানিয়ে নিতে পারেন। এক পাশে থাকবে বারবিকিউ চুলা। আর কাউন্টারে থাকবে খাবার পরিবেশনের বাকি বন্দোবস্ত।

দোকানে প্লাস্টিক কোটিং করা কাঠের তৈরি ছাদের উপযোগী আসবাবের দেখা মিলবে। প্লাস্টিক কোটিং করা এসব আসবাব পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কা কম। ছাদ ও বারান্দার জন্য বাজারে কাঠের থেকেও টেকসই উপকরণ আছে। বারান্দা বা ছাদের আসবাবের জন্য সবচেয়ে উপযোগী উপকরণ হলো প্লাস্টিক। ক্রয়ক্ষমতার মধ্যে যেমন আছে, তেমনি হালকা হওয়ায় নড়াচড়া করাও সহজ। পরিষ্কার করতেও তেমন বেগ পোহাতে হয় না। রট আয়রনের আসবাব লোহার তৈরি হলেও বৃষ্টি কিংবা পানির ছোঁয়ায় সহজে নষ্ট হয় না। এমন উপকরণ টেকসই।

তবে ছাদ বা বারান্দায় যদি প্রাকৃতিক আবহ রাখতে চান, তাহলে বেত কিংবা বাঁশের তৈরি আসবাবও রাখতে পারেন। রোদ কিংবা বৃষ্টিতে এসব আসবাবের খুব একটা ক্ষতি হয় না। তবে কিছুটা বাড়তি যত্ন দরকার পড়ে। মাসের পর মাস রোদ বা বৃষ্টিতে ভেজানোও যাবে না। মাঝেমধ্যে তুলে রাখতে হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত