Homeদেশের গণমাধ্যমেছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আলী জিন্নাহ সৃজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিন্নাহ রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।

এসআই শাহাদত হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থী-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অর্তর্কিত হামলা করেন।

এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহকে গ্রেপ্তার করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত