ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, সমাজবিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, ছাত্রী হল ঘুরে সাড়ে ১১ টায় আবার গোলচত্বরে এসে শেষ হয়।
এদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি হওয়ার খবরে চট্টগ্রাম নগরেও আনন্দ মিছিল হয়েছে। রাত ১১ টায় ষোলোশহর স্টেশনে এই মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি ষোলোশহর স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।