কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধানকে কলেজে আনায় তাৎক্ষণিক প্রতিবাদী মার্চ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে থেকে পরীক্ষা ভবন পর্যন্ত এই মার্চ কর্মসূচি করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ৫ আগস্টের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান হয়েছেন ঢাকা কলেজের সমালোচিত অধ্যক্ষ আবু ইউসুফ। এর আগে, ঢাকা কলেজে থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের তিনি খিচুড়ি খাইয়ে আলোচনায় আসেন। এ ছাড়াও অপহরণ মামলার আসামি ছাত্রলীগ নেতাদের জেল থেকে আসার পর ফুল দিয়ে বরণ করেও তিনি পত্রিকার শিরোনাম হন। ছাত্র-জনতার আন্দোলনে যখন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের হল বন্ধ করা হয় তিনি ছাত্রলীগ নেতাদের হলে থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করেন। এ ছাড়াও বিভিন্নভাবে বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন তিনি।
এসব কারণে তার পদায়নের পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করে আসছেন। এতদিন তিনি কলেজে লুকিয়ে এসে শুধু দেখা করে যেতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিভাগের মাস্টার্সের একটি অনুষ্ঠানে তাকে দাওয়াত করেন শিক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলেজের পরীক্ষা ভবনে আসেন। তখনই উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে এবং কলা ভবন থেকে কলেজের পরীক্ষা ভবন পর্যন্ত প্রতিবাদী মার্চ কর্মসূচি করেন। শিক্ষার্থীরা পরীক্ষা ভবনের যাওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি, ছাত্রলীগকে খিচুড়ি খাওয়ানো সেই অধ্যক্ষকে কেন অতিথি করা হলো। আমরা এর বিচার চাই। কারা ফ্যাসিবাদকে আবারও সামনে আনতে চায় আমরা তা জানতে চাই।’
প্রতিবাদী মার্চে অংশগ্রহণ করা কয়েকজন বলেন, ‘আমরা শুনেছি কতিপয় শিক্ষক-কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা সোজা বলতে চাই, যারা আমাদের বিপ্লবকে ধারণ করেন না, আমরা এর আগে যেমন খিচুড়ি অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাদের বিরুদ্ধেও করবো। সুতরাং সাধু সাবধান।’ এ সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের প্রত্যাহার দাবি করেন।