ঢাকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় রাজধানীর পরিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ অক্টোবর শাহবাগ থানায় ৩৮১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলায় আল রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএমআই/এমএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।