Homeদেশের গণমাধ্যমেচ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিনেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পরিবর্তন

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিনেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পরিবর্তন


চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিন বড় পরিবর্তন এসেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। ব্যাটিং ও বোলিংয়ে দুই বিভাগের শীর্ষে এসেছে এই পরিবর্তন। ভারতের ডানহাতি ব্যাটার শুবমান গিল বাবর আজমকে পেছনে ফেলে ব্যাটিংয়ের এক নম্বর স্থান দখলে নিয়েছেন। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা। তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে। 

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শুবমান গিল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিতে পেরেছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেই বাবর আজমকে পেছনে ফেলেছিলেন তিনি।    

আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়ে গিল র‌্যাঙ্কিংয়ে তার স্বীকৃতি পেয়েছেন। শীর্ষে থাকা গিলের রেটিং ৭৯৬। দুইয়ে থাকা বাবর আজম ২৩ রেটিং কম নিয়ে দুইয়ে অবস্থান করছেন। পাকিস্তানি তারকার রেটিং ৭৭৩। তিনে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। ৬ ধাপ এগিয়ে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং। শীর্ষ আটে ঢুকেছেন শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালাঙ্কা। তিনি আট ধাপ উন্নতি করেছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা না থাকলেও তাদের স্পিনার থিকশানা ঠিকই বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে তার পুরস্কার পেয়েছেন তিনি। থিকশানার রেটিং ৬৮০। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের রেটিং ৬৬৯। 

বোলারদের মধ্যে ভারতের কুলদীপ যাদব (একধাপ এগিয়ে চার নম্বরে), দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (পুনরায় ছয় নম্বরে ঢুকেছেন) এবং মিচেল স্যান্টনার (পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে) শীর্ষ দশে রয়েছেন। 

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী শীর্ষস্থান ধরে রেখেছেন। এই তালিকাতেও নিউজিল্যান্ড স্পিনার স্যান্টনারের উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তিনি রয়েছেন ৬ নম্বরে। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত