এবারের বিপিএলে কি তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা খেলছেন? হুট করে মনে এমন প্রশ্ন তো জাগতেই পারে। না, যাঁরা খেলার খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজখবর রাখেন, তাঁদের হয়তো জাগবে না। তবে রাস্তার পাশে চায়ের দোকানে বসেও তো কিছু দর্শক খেলা দেখেন। যাঁরা ইএসপিএনক্রিকইনফো চেনেন না, চার–ছক্কায় শুধু হাততালি দেন।
খেলোয়াড়দের নামটাও তখন অন্য কারও কাছ থেকে শুনে নেন, তাঁদের মনে এই প্রশ্নটা জাগতে পারে! কারণ, মুশফিকরা যে এবারের বিপিএলে অনেকটাই দর্শক। অন্তত এখন পর্যন্ত!
এবারের বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকাটা দেখুন। আপনার মনেও সন্দেহ থাকবে না। মুশফিক এই তালিকায় কত নম্বরে আছেন জানেন, ৪৩! ৭ ম্যাচে ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৭৩। তাতে এক ইনিংসেই ৩৪। মুশফিককে যদিও চোটের সঙ্গেও লড়তে হয়েছে।