Homeদেশের গণমাধ্যমেচৌদ্দগ্রামে ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

চৌদ্দগ্রামে ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১


 

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে প্রীতি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় মসজিদে এশার নামাজ চলছিল। এসময় ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে। ঘটনার একপর্যায়ে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ী ডাকাত বলে চিৎকার করেন। তখন তাকে গুলি করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পেয়েছি। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্সে ডাকাতি হয়েছে।

প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সোনার দোকানে ডাকাতির ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (নোহা) জব্দ করা হয়েছে। সেখান থেকে কিছু সোনা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানাবো।

জাহিদ পাটোয়ারী/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত