Homeদেশের গণমাধ্যমেচোট নিয়েও হৃদয়ের বীরত্ব, না পারার আক্ষেপ!

চোট নিয়েও হৃদয়ের বীরত্ব, না পারার আক্ষেপ!


দুবাইয়ের গরম, প্রতিপক্ষ ভারত, আর উইকেটের চ্যালেঞ্জ—সব কিছুকে উপেক্ষা করেও একাই লড়লেন তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। তবে এই ইনিংসের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল তার শারীরিক লড়াই। প্রচণ্ড গরম ও ক্র্যাম্পের কষ্ট নিয়েও তিনি প্রায় ৪০ ওভার উইকেটে কাটিয়েছেন, লড়াই করেছেন শেষ পর্যন্ত। ম্যাচ শেষে জানালেন, শারীরিকভাবে একটু ভালো থাকলে আরও ২০-৩০ রান যোগ করা সম্ভব হতো।

ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। আশা করি, ভবিষ্যতে এই ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে।’ তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলীয় ফলাফল তাকে বেশি ভাবিয়েছে। শুরুতে দ্রুত উইকেট হারানোর পর জাকের আলির সঙ্গে ১৫৪ রানের জুটি গড়লেও কাঙ্ক্ষিত বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

হৃদয়ের মতে, ‘আমরা যদি একজন ব্যাটারকে শেষ পর্যন্ত রাখতে পারতাম, তাহলে ২৭০ পর্যন্ত যেতে পারতাম। ভারতও খুব সহজে রান তাড়া করতে পারেনি। আমরা অন্তত ৩০-৪০ রান কম করেছি, যা পার্থক্য গড়ে দিয়েছে।’

দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের কারণে ক্র্যাম্পের শিকার হন হৃদয়, যা তার ব্যাটিংয়ের গতি কিছুটা কমিয়ে দেয়। তিনি বলেন, ‘ক্র্যাম্পটা না হলে দলের জন্য আরও ২০-৩০ রান বেশি করতে পারতাম। বাইরে থেকে হয়তো সহজ মনে হয়েছে, কিন্তু ৫ উইকেট হারানোর পর সেটা মোটেও সহজ ছিল না।’

তবে এই চোটকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি। বরং কন্ডিশন যাই হোক, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাই তার। ‘উইকেট যেমনই থাকুক, সেটাতে খেলতে হবে। সব জায়গার কন্ডিশন একরকম হবে না, তাই মানিয়ে নিতে হবে।’

ম্যাচের পরেও হৃদয়ের কণ্ঠে ছিল প্রত্যয়। ‘আমার ইচ্ছা ছিল ইনিংসটা ক্যারি করা। একটা সময় অনেক ডট বল খেলেছি, কিন্তু বিশ্বাস ছিল শেষ দিকে সেটা পুষিয়ে দিতে পারব। সামনে যদি এমন সুযোগ আসে, আরও ভালো করার চেষ্টা করব, ইনশাল্লাহ।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে। হৃদয় কি পারবে আরও একবার এমন লড়াকু ইনিংস উপহার দিতে? টাইগার ভক্তরা নিশ্চয়ই সেই আশাতেই থাকবেন!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত