Homeদেশের গণমাধ্যমেচেন্নাইকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর

চেন্নাইকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর


লড়াইটা ছিল দুই বড় তারকা ধোনি-কোহলির। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন কোহলি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠেই ৫০ রানের বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেলো বেঙ্গালুরু। তারাই এখন শীর্ষে।সমান ম্যাচে চেন্নাইয়ের জয় একটি, হার একটি। তারা সাত নম্বরে।

চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল চ্যালেঞ্জিং, ১৯৭ রানের। ৮ উইকেটে ১৪৬ রানেই থেমেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ২৬ রানে ৩টি আর ৯৯ রানে ৭ উইকেট হারানোর পর ধোনি ১৬ বলে হার না মানা ৩০ করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি চেন্নাই।

জস হ্যাজেলউড ২১ রানে নেন ৩টি উইকেট। এর আগে ৭ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের মারমুখী ব্যাটিংয়ে ভালো সূচনা পায় তারা। ১৬ বলে ৩২ করে আউট হন ফিল সল্ট। ৫ ওভারে ৪৫ রান তোলে বেঙ্গালুরু।

এরপর ১৪ বলে ২৭ রানের ঝড় তোলেন দেবদূত পাডিক্কেল। বিরাট কোহলি অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

এরপর হাল ধরেন অধিনায়ক রজত পাতিদার। ৩২ বলে ৫১ রান করেন তিনি। শেষদিকে টিম ডেভিড ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২২ রানের ক্যামিওতে বেঙ্গালুরুকে দুইশর কাছাকাছি পৌঁছে দেন। নুর আহমেদ ৩৬ রানে নেন ৩টি উইকেট।

এমএমআর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত