চুয়াডাঙ্গায় কথা কাটাকাটি জেরে শাহজামাল (৩০) নামের এক স্বেচ্ছাসেবক দলনেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক।
জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজামালের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে জামালের একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। তার হাতের তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। থানায় অভিযোগ করলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।