দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:২৬, ২০ জানুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘‘চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। একই সময়ে দিনাজপুরে তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।’’
দেশের অন্যান্য কয়েকটি জেলার সকাল ৬টার তাপমাত্রা- তেঁতুলিয়া (পঞ্চগড়) ১১.০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১২.১ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১১.২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১১.৪ ডিগ্রি সেলসিয়াস ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১১.১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/রাজীব