এবারও বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি যাননি। তাতে জহির রায়হানের কপাল খুলে যায়। তবে তিনি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি।
আজ বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে প্রথম অংশ নিয়ে জহির ভালো করতে পারেননি। চীনের নানজিংয়ে ৪০০ মিটার দৌড়ে তিনি হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন।
হিটে দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯ দশমিক ৮৪ সেকেন্ড। সব মিলিয়ে ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম।
বিশ্ব ইনডোরে আগের দুইবার ইমরানুরও দৌড়ে তেমন সাফল্য পাননি। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান তিনি। ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে ছিলেন। আর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম হয়েছিলেন ।
এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরে অবশ্য সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬ দশমিক ৬৪ সেকেন্ড।