Homeদেশের গণমাধ্যমেচীনের সবচেয়ে বড় বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর চালু

চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর চালু


প্রকাশিত: ২১:২৭, ২৭ ডিসেম্বর ২০২৪  


১২টি স্যাটেলাইট নিয়ে গঠিত চীনের একটি বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহর কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি বেইজিং-ভিত্তিক স্যাটেলাইট সংস্থা পাইস্যাট জানায় এ খবর।

গত সপ্তাহে ৫২৮ কিলোমিটার উচ্চতার কক্ষপথে উৎক্ষেপিত চারটি পাইস্যাট-২ স্যাটেলাইট সফলভাবে উচ্চ-রেজোলিউশনের ছবি ও তথ্য পাঠিয়েছে। নতুন স্যাটেলাইটগুলো আগে উৎক্ষেপিত আটটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়েছে। চীনের বৃহত্তম এ বাণিজ্যিক রাডার স্যাটেলাইট বহরটি নাম রাখা হয়েছে চীনা পৌরাণিক দেবী নুওয়ার নামে।

নুওয়া তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটির গঠন অনেকটা চাকার মতো। যেখানে একটি প্রধান স্যাটেলাইট ‘হাব’ হিসেবে কাজ করছে এবং তিনটি সহায়ক স্যাটেলাইট রয়েছে।

মেঘ ও বৃষ্টির মধ্য দিয়েও পর্যবেক্ষণ চালাতে পারবে এই স্যাটেলাইটগুলো। পাইস্যাটের চেয়ারম্যান ওয়াং ইউশিয়াং জানিয়েছেন, ‘স্যাটেলাইটগুলো তাৎক্ষণিক দূর অনুধাবন ও দ্রুত পর্যবেক্ষণ করতে পারে। গ্রাউন্ড স্টেশনে তথ্য পৌঁছাতে মাত্র ২০ মিনিট সময় লাগে।’

২০২৫ সালের মধ্যে নুওয়া স্যাটেলাইট বহরে অন্তত ২০টি স্যাটেলাইট থাকবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/হাসান/সাইফ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত