Homeদেশের গণমাধ্যমেচীনের অর্থায়নে হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন

চীনের অর্থায়নে হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন


চীনের অর্থায়নে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও এক হাজার শয্যার হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর নাগরিক সমাজ। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘আমরা ফেনীর সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চীনের অর্থায়নে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আলোচনা চলছে। ফেনী দেশের গুরুত্বপূর্ণ জেলা হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও এখানকার মানুষ মৌলিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এ অবস্থায় এই হাসপাতাল ও মেডিকেল কলেজ ফেনীতে স্থাপন করা হলে জেলার মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চল ও দেশগুলোর (যেমন ভুটান, নেপাল, চীন) শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবে। এটি এই অঞ্চলের চিকিৎসা ও শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

বক্তারা আরো বলেন, চিকিৎসার জন্য আজও ফেনীর মানুষকে চট্টগ্রাম বা ঢাকায় যেতে হয়। অনেক রোগী রাস্তাতেই প্রাণ হারান। অথচ, চীনের সহায়তায় যদি এই হাসপাতাল এখানে হয়, তাহলে ফেনীবাসীর এই দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

সরকারের উদ্দেশে তাঁরা বলেন, “প্রয়োজনে আমরা জমি দেবো। সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমরা নির্ভেজাল জমির ব্যবস্থা করে দেবো। শুধু আমাদের ফেনীকে এই সুযোগটা দিন।”

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ড্যাব এর ফেনী জেলা সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী প্রমুখ।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত