Homeদেশের গণমাধ্যমেচীনা হেলিকপ্টারের বিপজ্জনক কার্যকলাপের নিন্দা যুক্তরাষ্ট্রের

চীনা হেলিকপ্টারের বিপজ্জনক কার্যকলাপের নিন্দা যুক্তরাষ্ট্রের


চীনা নৌ হেলিকপ্টারের বিপজ্জনক কার্যকলাপের জন্য ফিলিপাইনের সরকারি বিমান ঝুঁকির মুখে পড়ায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যানিলায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন রাষ্ট্রদূত ম্যারিকেই কার্লসন বলেছেন, চীনের উচিত কোনও উসকানিমূলক কার্যকলাপ থেকে বিরত থেকে আন্তর্জাতিক বিধি মোতাবেক দ্বন্দ্ব নিরসনের পথ খুঁজে বের করা।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল স্কারবোরো শোলে নিয়মিত টহল চালাচ্ছিল ফিলিপাইনের একটি সরকারি উড়োজাহাজ। এসময় চীনা নৌবাহিনীর একটি হেলিকপটার বিপজ্জনকভাবে চলাচল করলে উড়োজাহাজটির নিরাপত্তাঝুঁকি দেখা দেয়।

উল্লেখ্য, ম্যানিলা ও বেইজিং উভয়েই এই অঞ্চলের অধিকার দাবি করায় তাদের মধ্যে এর দখল নিয়ে বিবাদ রয়েছে।

ম্যানিলার কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, স্কারবোরো শোলে তাদের সরকারি একটি বাহন নিয়মিত টহল পরিচালনা করছিল। এসময় চীনা হেলিকপ্টারটি তাদের খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায়। এতে উড়োজাহাজের আরোহীদের জীবন বিপন্ন হতে পারতো।

ফিলিপাইনের পক্ষ থেকে মঙ্গলবার গভীররাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, চীনা নৌবাহিনীর অপেশাদার ও বেপরোয়া কর্মকাণ্ডে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এর প্রতিবাদে কূটনৈতিক উপায়ে তারা ব্যবস্থা নেবে।

অবশ্য ফিলিপাইনের বয়ানকে মিথ্যা দাবি করে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যানিলার একটি উড়োজাহাজ অবৈধভাবে চীনা আকাশসীমায় প্রবেশ করেছিল। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত