একনেক সভায় ৪ হাজার ৬৮ কোটি টাকার মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন নামের একটি প্রকল্প পাস করা হয়। এ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মোংলা বন্দর বড় হতে হলে কনটেইনার–সুবিধা বাড়াতে হবে। অনেক দিন ধরেই প্রকল্পটি নিয়ে বিবেচনা করা হচ্ছে। এটা চীনা ঋণের প্রকল্প। তিনি বলেন, ‘চীনা ঋণের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চীন ঠিক করে। কিন্তু আমাদের দিকে অংশীদার কে, সেটা নিয়ে যাচাই–বাছাই করা হচ্ছে।’
এ ছাড়া আগামী সপ্তাহ থেকে বাজেট সংশোধনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আরও বলেন, বিদেশি ঋণে প্রকল্প নেওয়া খারাপ নয়। তবে বিদেশি ঋণ কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটা বিবেচনায় আনতে হবে। তাঁর মতে, রপ্তানি খাতের সুবিধা হবে, এমন প্রকল্পে বিদেশি ঋণ নেওয়া হলে ঋণ পরিশোধে লেনদেনের ভারসাম্যে প্রভাব পড়বে না। কারণ, ওই প্রকল্প রপ্তানি বাড়াতে সহায়তা করবে।