Homeদেশের গণমাধ্যমেচিন্ময় দাসের জামিন শুনানি করবেন রবীন্দ্র ঘোষ

চিন্ময় দাসের জামিন শুনানি করবেন রবীন্দ্র ঘোষ



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১২ ডিসেম্বর ২০২৪  

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়


রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তিনি চিন্ময় দাসের জামিনের আবেদন করে ওকালতনামা জমা দেন। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ দুপুরের দিকে চট্টগ্রাম আদালত ভবনে আসেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, চিন্ময়ের পক্ষে তিনি জামিন আবেদন করেছেন। নিজের পক্ষে ওকালতনামা জমা দিয়ে জামিনের আগাম শুনানির আবেদন করেছেন। বিকেলে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্র জানায়, আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেছেন।

আলোচিত এ মামলার কার্যক্রম ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া আদালতের আশপাশের এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। আদালতে প্রবেশমুখে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। 

ঢাকা/রেজাউল/বকুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত