চিত্রনায়িকা মা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না।’
নিশাত রহমানের সঙ্গে যখন কথা হচ্ছিল, মা অঞ্জনার অসুস্থতার কথা বলে তখন কাঁদছিলেন তিনি।