Homeদেশের গণমাধ্যমেচাটমোহরে পুষড়া আদিবাসী উৎসবে মিলনমেলা

চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসবে মিলনমেলা


আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লিতে দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসব হয়েছে। আলোচনাসভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, নাচ, গান, পূজাসহ নানা আয়োজনে উৎসব হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ী কৈ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লিতে উৎসবের আয়োজন করে চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদ ও মানব মুক্তি সংস্থা।

প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন মেঘনাদ মাহাতো। চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ণ মুরারীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে, বৃ-রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মানব মুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন, মনিটরিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কয়েকজন কৃতী শিক্ষার্থীকে এবং একজন রত্নগর্ভা মাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ছিল আদিবাসী নাচ, আদিবাসী গান, ঝুমুর নাচ, দেশাত্মবোধক গান, করম পূজা, আদিবাসী নাটকসহ বিভিন্ন আয়োজন। দীর্ঘ বছর পর এমন উৎসবে আয়োজনে উচ্ছ্বসিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। সবার অংশগ্রহণে উৎসব প্রাণের মিলনমেলায় পরিণত হয়। 

স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী সুগন্ধা মাহাতো বলেন, ‘‘আমরা নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা তো এসব উৎসব সম্পর্কে জানতে পারছি না। আমাদের কেউ জানাচ্ছে না। এখানকার মানুষ গবির। তাদের তো পর্যাপ্ত টাকা নেই এমন উৎসব করার। তাই সকলের সহযোগিতা পেলে আমাদের সাংস্কৃতিক উৎসব ধরে রাখা সম্ভব।’’ 

বৃদ্ধা প্রমীলা রানী মাহাতো বলেন, ‘‘পৌষ মাসে এই পূজা বা উৎসব হয়, এ জন্য নাম হয়েছে পুষড়া আদিবাসী উৎসব। অনেক বছর আগে এসব উৎসব হতো। এখন আর দেখা যায় না। অনেকদিন পর এই উৎসব হওয়ায় আমরা খুব খুশি। এ রকম প্রতি বছর হলে খুব ভালো হয়।’’ 

সুরভি মাহাতো, তাপসি মাহাতো বলেন, ‘‘দিন দিন তো আদিবাসীদের সবকিছুই বলা যায় হারিয়ে যাচ্ছে। ধরে রাখার মতো পরিবেশ, পরিস্থিতি, অবস্থা কিছুই নেই আমাদের। তাইতো আমাদের কৃষ্টি কালচার হারিয়ে যেতে বসেছে। সরকারের কাছে দাবি, আমাদের সংস্কৃতি উৎসব ধরে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।’’ 

মানব মুক্তি সংস্থা (এম এম এস)’র প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের শিল্প সংস্কৃতি ধরে রাখতে আমরা কাজ করছি। পরিবারের আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষণ, যুব সমাজকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরমধ্যে ৫০টি পরিবারকে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার কাজ চলমান রয়েছে।’’

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত