চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয়দের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ বিক্ষোভ মিছিল করেছে। শনিবার রাত ১১ টায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে আবার ভিসি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
বিক্ষোভ মিছিলে স্লোগান উঠে, ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে’, ‘দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, বিএসএফের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ।’