Homeদেশের গণমাধ্যমেচাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক


বরগুনার তালতলীতে তরমুজ বিক্রিতে চাঁদা দাবি করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরমুজ চাষি।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর দুইটার দিকে তালতলী উপজেলার চরপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম মো. জহিরুল ইসলাম (৩১)। তিনি তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মামলার বাদী মো. রাকিব জানান, তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি তালতলীতে তরমুজ আবাদ করেছেন। কয়েকদিন আগে তিনি এক পাইকারের কাছে তার ক্ষেতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পাইকার আজ (৪ মার্চ) দুপুরে ক্ষেত থেকে তরমুজ নিতে এলে জহিরুল তার লোকজন নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি তিনি তালতলী থানা পুলিশকে জানান। এসময় তালতলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জহিরুলকে আটক করে। পরে সন্ধ্যায় তিনি জহিরুলের বিরুদ্ধে তালতলী থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করেন।

এ‌ বিষয়ে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, জহিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য। জহিরুলকে আটকের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি জহিরুল দলীয় পদ পদবী ব্যবহার করে কোন অন্যায় করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল‌ বলেন, চাঁদাবাজির অভিযোগ জহিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চাঁদা দাবির বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাকি অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মামলা দায়ের শেষে আগামীকাল জহিরুলকে আদালতে হাজির করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত