পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল উদযাপিত হবে ঈদুল ফিতর। তাই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে।
রোববার (৩০ মার্চ) রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১৩, মিরপুর ১০, মিরপুর ১৪ সহ আশপাশের বিভিন্ন মার্কেট থেকে দেখা যায়, শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ।
ফুটপাত থেকে শপিংমল সব জায়গায় ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা জানান, এই রাতে বিপণিবিতানগুলোতে বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। পুরো রোজার মাসে ঈদের বিকিকিনি সেরে ঈদের আগ মুহূর্তে তুলনামূলক কম দামে পণ্য ছেড়ে দেন দোকানিরা। তাই অনেকেই চাঁদ রাতে ভিড় করেন বিপণিবিতানে।
এসব বিপণিবিতানে ঘুরে কসমেটিকস পণ্য, হাত ব্যাগ, ওড়না ও ইমিটেশনের গয়নার দোকানে ভিড় দেখা গেলো বেশি। অবশ্য পাঞ্জাবি, জুতা, থ্রি-পিসের দোকানেও ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো।
মিরপুর শাহ আলী প্লাজায় পাঞ্জাবি কিনতে এসেছেন ব্যবসায়ী ফিরোজ চৌধুরী। তিনি জাগো নিউজকে বলেন, ঈদের আসল মজা চাঁদ রাতের কেনাকাটায়। শৈশবে বাবার হাত ধরে চাঁদরাতে মার্কেটে যাওয়ার কথা আজও মনে পড়ে।
মিরপুর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আরিফ ফ্যাশনের স্বত্বাধিকারী আরিফ বলেন, আজ সারারাত বেচাকেনা চলবে। তাই আশা করছি শেষ সময়ে ব্যবসা ভালো হবে।
বাটা শোরুমে জুতা কিনতে এসেছেন তুলি নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি বলেন, জুতা পছন্দ হচ্ছে, কিন্তু সাইজ মিলছে না। হয়তো জুতা না কিনেই বাসায় ফিরতে হবে।
এসআরএস/এমআরএম