বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় চাঁদপুরে ৪৫টি প্রতিষ্ঠান ও গ্রন্থাগারকে ৫ হাজার ৩০০ বই উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের তৃতীয় তলায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। গ্রন্থাগারের জন্য বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বই পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
বই বিতরণ অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক সিরাজুল বলেন, ‘বই মানুষকে আলোকিত করে, কিন্তু এখন আমাদের সন্তানেরা নানা কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে। তাদের বইমুখী করা খুব জরুরি।’