Homeদেশের গণমাধ্যমেচাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে ২১৪ জেলে আটক

চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে ২১৪ জেলে আটক


 

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স ইলিশ প্রজনন রক্ষার ২২ দিনের অভিযানে মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৬৬৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১৪ জেলেকে আটক করা হয়। এসব জেলেদের ৮৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড এবং ২ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মামলা হয় ২৫৮টি।

এছাড়া জব্দ করা হয় ২০ লাখ ৬৯হাজার মিটার কারেন্টজাল, ৩.১৯১ মেট্টিক টন ইলিশ এবং ৩৭টি মাছ ধরার নৌকা। পরিদর্শন করা হয় ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৭০টি মাছঘাট ও ২হাজার ৬০টি আড়ত ও ৬০৬টি বাজার।

শরীফুল ইসলাম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত